Title
Youth Festival Discussion Programme on 29/01/2025 at DC Conference, Naogaon
Details
নওগাঁয় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯/০১/২০২৫ খ্রি.) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে বক্তারা, দেশ গঠনে তরুন সমাজের ইতিবাচক ভূমিকা পালনের উপড় গুরুত্ব আরোপ করেন। এছাড়া বাল্যবিয়ে, মাদক প্রতিরোধ, বিজ্ঞান চর্চ্চা, শরীর চর্চ্চা ও খেলাধুলাসহ বিভিন্ন ইতিবাচক ইস্যু নিয়ে আলোচনা করা হয়।
জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো: মাসুদুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, ছাত্র প্রতিনিধি তানজিম বিন বারি ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।