Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

গণযোগাযোগ অধিদপ্তর

জেলা তথ্য অফিস, নওগাঁ

www.info.naogaon.gov.bd


সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন্‌স চার্টার)


১. ভিশন ও মিশন


ভিশন :


তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ-নির্ভর তথ্যসেবা-সর্বত্র ও সকলের।


মিশন :

সরকারের নীতি ও কার্যক্রমের সাথে ব্যাপক জনগোষ্ঠীকে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে তথ্যসেবার মাধ্যমে সচেতন, উদ্বুদ্ধ এবং উন্নয়নের ধারায় সম্পৃক্তকরণ।


২. প্রতিশ্রুত সেবাসমূহ:


ক্রমিক

সেবার নাম

সেবা প্রদানে সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

 উর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ইমেইল

চলচ্চিত্র প্রদর্শনী

*৩-১০ কর্মদিবস

চাহিদা পত্র

সরাসরি এ কার্যালয়ে অথবা এ কার্যালয়ের ওয়েব পোর্টাল  (www.info.naogaon.gov.bd

বিনামূল্যে

নাম: আবু সালেহ মো. মাসুদুল ইসলাম

পদবি: উপপরিচালক

জেলা তথ্য অফিস, নওগাঁ

ফোন:

+৮৮০২৫৮৭৭৪৭৩৩৩

E-mail: naogaondio@gmail.com

পরিচালক (প্রশাসন ও অর্থ)

রুম নম্বর : ১০০১

টেলিফোন : ০২-৮৩০০৬৫৪

ইমেইল:

daf@masscommunication.gov.bd


বিষয়ভিত্তিক সম্পদ-ব্যক্তির সঙ্গে ভিডিও কনফারেন্স (কমিউনিটি সভা/উঠান বৈঠক/উন্মুক্ত বৈঠককালে)

*৩-১৫ কর্মদিবস

বিনামূল্যে

আলোচনা সভা/মতবিনিময় সভা/কর্মশালা, মহিলা সমাবেশ ও শিশু মেলা/সমাবেশ, গল্প বলা/শোনা, চিত্রাংকন প্রতিযোগিতা

*১০-১৫ কর্মদিবস

বিনামূল্যে

উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান

*১০-১৫ কর্মদিবস

বিনামূল্যে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ‘‘মজুদ থাকা’’ সাপেক্ষে সরবরাহ

*০-১০ কর্মদিবস

বিনামূল্যে

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতি ‘‘মজুদ থাকা’’ সাপেক্ষে সরবরাহ

*০-১০ কর্মদিবস

বিনামূল্যে

সড়ক প্রচার

*০-১০ কর্মদিবস

বিনামূল্যে

পাবলিক এড্রেস ইকুইপমেন্ট কভারেজ (সাউন্ড সিস্টেম কভারেজ)

*০-১০ কর্মদিবস

বিনামূল্যে

প্রচারসামগ্রী বিতরণ ও প্রদর্শন

*১৪ কর্মদিবস

বিনামূল্যে

১০

অনলাইন প্রচার

(তথ্য বাতায়ন, ই-মেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যম)

৩ কর্মদিবস

বিনামূল্যে

১১

প্রেক্ষাগৃহ পরিদর্শন

তাৎক্ষণিক

বিনামূল্যে

১২

তথ্য অধিকার আইন অনুসারে তথ্য সরবরাহ

আইনে নির্ধারিত সময়

নির্ধারিত ফরম, জেলা তথ্য অফিস

তথ্যের ধরণ ও পরিমাণ অনুসারে নির্ধারিত


 

৩.আপনার কাছে আমাদের প্রত্যাশা                                                                               

ক্র. নং

প্রতিশ্রুতি/কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়

১)

নির্ধারিত বিষয় ও পরিচিতি সহযোগে আবেদন জমা প্রদান

২)

নির্ধারিত ফিস পরিশোধ করা

৩)

সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা

৪)

স্বয়ংসম্পূর্ণ আবেদনপত্র

৫)

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করবেন

                                                                                                                                                                                                                               

 ৪. অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি (GRS)

সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন। তিনি সমাধান দিতে ব্যর্থ হলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।


ক্র: নং:
কখন যোগাযোগ করবেন
কার সঙ্গে যোগাযোগ করবেন
যোগাযোগের ঠিকানা
নিষ্পত্তির সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক)

GRS ফোকাল পয়েন্ট কর্মকর্তা

নাম: ইয়াকুব আলী

পদবি : পরিচালক (প্রশাসন ও অর্থ)

ই-মেইল: yeakub07@gmail.com

 ওয়েবঃ www.masscommunication.gov.bd
৩০ কার্যদিবস

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে
আপিল কর্মকর্তা
নাম: মোঃ নজরুল ইসলাম
পদবি : যুগ্মসচিব (প্রশাসন), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
টেলি : ৯৫৪০০৫৭ (অফিস), ০১৭১২৫০২৯০৯
ই-মেইল: ds.admin@moi.gov.bd
    ২০ কার্যদিবস

আপিল কর্মকর্তা  নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে
মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা সেল

সচিব (সমন্বয় ও সংস্কার) এর দপ্তর,

মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা

www.grs.gov.bd
    ৬০ কর্মদিবস


                                                                                                            (আবু সালেহ মো: মাসুদুল ইসলাম)

                                                                                                                      উপপরিচালক

                                                                                                               জেলা তথ্য অফিস, নওগাঁ।

                                                                                                          ফোন: +88০২৫৮৭৭৪৭৩৩৩

                                                                                                      E-mail: naogaondio@gmail.com